Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৩-২৪ইং অর্থবছরে সঞ্চয়পত্রের মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, বরগুনা হতে বিতরণ করা হচ্ছে।


কী সেবা কীভাবে পাবেন
ক্রমিক নং
সেবার নাম
সেবার পদ্ধতি

সঞ্চয়পত্র ইস্যুকরণ

১। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরম উপস্থাপন।

২। আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্তিকরণ। প্রয়োজনীয় কাগজপত্রাদি

৩। নগদ/চেক কালেকশনের মাধ্যমে সরকারী হিসাবে টাকা জমাকরণ।

৪। সার্টিফিকেট ইস্যু

সঞ্চয় পত্রের মূনাফা প্রদান

ম্যানুয়াল সঞ্চয়পত্রের ক্ষেত্রে

  1. মাসিক, ত্রৈমাসিক কূপনের ভিত্তিতে সোনালী ব্যাংকের ডেবিট ভাউচারের মাধ্যমে নগদ মূনাফা প্রদান করা হয়।
  2. তবে ক্রেতার অসুস্থতাজনিত কারণে ক্রেতার ক্ষমতার্পন পত্রের মাধ্যমে মনোনীত ব্যক্তিকে মূনাফা প্রদান করা হয়।

অটোমেশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে

মাসিক/ত্রৈমাসিক মুনাফা ক্রেতার ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়।

সঞ্চয়পত্র নগদায়ন

ম্যানুয়াল সঞ্চয়পত্রের ক্ষেত্রে

  1. মাসিক, ত্রৈমাসিক কূপনের ভিত্তিতে সোনালী ব্যাংকের ডেবিট ভাউচারের মাধ্যমে নগদ মূনাফা প্রদান করা হয়।
  2. তবে ক্রেতার অসুস্থতাজনিত কারণে ক্রেতার ক্ষমতার্পন পত্রের মাধ্যমে মনোনীত ব্যক্তিকে মূনাফা প্রদান করা হয়।

অটোমেশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে

মাসিক/ত্রৈমাসিক মুনাফা ক্রেতার ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়।

ডুপিস্নকেট ইস্যু
  • সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে অথবা আংশিক বিনষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়।
  • সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা পুড়ে গেলে অত্র অফিসকে তৎক্ষণাৎ অবহিত করতে হবে।
  • স্থানীয় থানায় জিডি করতে হবে।
  • কমপক্ষে ০২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।
  • চালানের মাধ্যমে ডুপিস্নকেট ইস্যুর ফি- সরকারী কোষাগারে জমা দিতে হবে।
  • জিডির কপি,পত্রিকায় বিজ্ঞাপ্তির কাটিং ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হলফনামা সহ অত্র অফিসে এসে আবেদন করতে হবে।
  • আবেদন প্রাপ্তির এক মাস পর ডুপ্লিকেট সঞ্চয় পত্র ইস্যু করা হয়।


আর্থিক স্বচ্ছলতার সার্টিফিকেট প্রদান
ক্রেতাকে তার বিনিয়োগকৃত অর্থের বিপরীতে প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতার সার্টিফিকেট প্রদান করা হয়। এজন্য সঞ্চয়পত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয় ফটোকপিসহ আবেদন করতে হবে।

উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান
সঞ্চয়পত্রের মুনাফা হতে কর্তনকৃত উৎস করের বিপরীতে উৎসে করকর্তন সনদ প্রদান করা হয়। এজন্য সঞ্চয়পত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয় ফটোকপিসহ আবেদন করতে হবে।

বাংলাদেশ প্রাইজবন্ডের ফলাফল

প্রতি ০৩ (তিন) মাস অন্তর বাংলাদেশ প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল প্রদান করা হয়। অফিস হতে সরাসরি অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।



সঞ্চয় স্কিম সম্পর্কিত তথ্য প্রদান


সঞ্চয়পত্রের তথ্য সংশোধন, পরিবর্তন

*নমিনী কর্তৃক পেইং অফিসার বরাবর সাদা কাগজে আবেদনপত্র-বিস্তারিতভাবে;

*ডাক্তার এবং স্থানীয় সরকার কর্তৃক ক্রেতার মৃত্যু সনদপত্র;

*নমিনীর নাগরিকত্ব সনদ;

*নমিনী ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;

*নমিনীর স্বাক্ষর সত্যায়িত সনদ;

*যথাযথভাবে পুরনকৃত তদন্ত ফরম;

*নমিনী অপ্রাপ্ত বয়স্ক হলে পারিবারিক আদালত কর্তৃক অভিভাবক সনদ;